ডেস্ক রিপোর্ট::  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অফিসের ইলেকট্রিক হেলপার জাকির হোসেনের ছেলে রাইহান (৭)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরেকজন স্থানীয় রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। সে ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র। তাদের দুজনের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, বিকেল সোয়া ৩টার দিকে দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে আনা হয়। বাচ্চা দুটিকে স্পট ডেড হিসেবে মেডিকেলে আনা হয়েছিল। তারপরও আমরা তাদেরকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার্ড করি। কিন্তু তারা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, শিশু দুটি পুকুরে ডুবে গেলে কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ দুটি উদ্ধার করে। সেখানে অনেকেই উপস্থিত ছিল, কিন্তু কেউই উদ্ধার কাজে এগিয়ে আসেনি।

তিনি আরও বলেন, আমরা বারবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি। কিন্তু তারপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে সব সময় পুকুরে নজর রাখা সম্ভব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here