জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের কয়েকজন ছাত্র কতৃক একই বিভাগের প্রথমবর্ষের কয়েকজন ছাত্রকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের(র্যাগ) ঘটনায় চার ছাত্রকে তিন মাসের জন্য সাময়িকভাবে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিস্কৃত ছাত্ররা হলেন, মওলানা ভাসানী হলের ভূইয়া মো. আশিকুর রহমান (শিক্ষাবর্ষ ২০০৯-২০১০), আল-বেরুনী হলের মহিদুর রহমান (শিক্ষাবর্ষ ২০০৯-২০১০), মীর মশাররফ হোসেন হলের মো. মুদাচ্ছির হাসান (শিক্ষাবর্ষ ২০০৯-২০১০), শহীদ রফিক জব্বার হলের মো. রুহুল মাহবুব (শিক্ষাবর্ষ ২০১০-২০১১)।
এ ঘটনায় মওলানা ভাসানী হলের প্রভোষ্ট প্রফেসর ড. খবির উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত মিটিকে এক মাসের মধ্যে তদন্ত তিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাহিদ সুলতান লিখন/জাবি