জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উজু দ্বীপ এলাকায় ৭.০ মাত্রার তীব্র ভূমিকম্প হয়েছে। জাপানের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হওয়া ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূ-গর্ভের ৩৫০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।

শক্তিশালী ভূমিকম্পটি জাপানের বিশাল এলাকায় অনুভূত হলেও হাওয়াইভিত্তিক ইউএস ফ্যাসিফিক সুনামি সতক্যতা কেন্দ্র এ ব্যাপারে কোনও সুনামি সতর্কতা জারি করেনি।খবর : এবিসি নিউজ

জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় রাজধানী টোকিওসহ পার্শ্ববর্তী মিয়াগী, ফুকুশিমা, ইবারাকি, তোশিগি, গুনমা, শিবা, সাইতামা ও কাগাওয়া জেলায়। তবে মধ্য দুপুরের ওই ভূমিকম্পে দেশটির বাড়িঘর-ভবনগুলো কেঁপে উঠলেও জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানরত এমপেরর কাপ ফুটবলের ফাইনাল খেলা তাতে বিঘ্নিত হয়নি। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here