সুনামি ট্রাজেডির পর ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো জাপানে। মঙ্গলবার দেশটির দক্ষিণ অঞ্চলের ওকিনাওয়া দ্বীপে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়। ভূ-কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

দ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে এমন অতিমাত্রার ভূ-কম্পনের পেছনে সুনামি’র প্রভাব রয়েছে কি-না এ বিষয়টি খতিয়ে দেখছে দেশটির ভূ-তত্ববিদরা। তবে এ অঞ্চলের এমন শক্তিশালী ভূ-কম্পন মোটেই প্রত্যাশিত নয় বলে অভিমত ব্যক্ত করেছেন তারা।
চলতি বছরের ১১ মার্চ জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহত অথবা নিখোঁজ হয়েছিল প্রায় ২০ হাজার মানুষ। বিশ্বের মধ্যে সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চল হিসেবে জাপানের নাম রয়েছে।
সূত্র:এপি
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here