গণমানুষের শিল্পী ভূপেন হাজারিকার মহাপ্রয়াণ সংগীতপ্রেমীদের মনে এখনো কালো ছায়ার মতো ছেয়ে আছে। আর এই বিখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার প্রিয় টুপি, যা ছিল তার সর্বক্ষণের সঙ্গী তা এখন স্থান পেতে যাচ্ছে জাদুঘরে। সুদীর্ঘ ৪৬ বছর তিনি এই টুপিটি মাথায় ধরে রেখেছিলেন। ১৯৬৫ সালে এই টুপিটি এই সংগীতশিল্পীকে উপহার দিয়েছেন তারই নেপালি এক বন্ধু। সেই থেকে পৃথিবী ত্যাগের আগ পর্যন্ত তিনি এই টুপিটি সর্বক্ষণ নিজের সঙ্গে রেখেছেন।

আসামের রাজধানী গুয়াহাটির ঐতিহ্যবাহী শঙ্করদেব কলাক্ষেত্র জাদুঘরে এই টুপিটি ভূপেন হাজারিকার স্মৃতি হিসেবে রাখা হচ্ছে।
সদ্য প্রয়াত এই সংগীতশিল্পী ভ্রাতৃবধূ মনীষা হাজারিকা জানান, ‘এই টুপিটি ভূপেনদা’র খুবই পছন্দের টুপি। তাই সবসময় টুপিটি পড়ে থাকতেন তিনি। আমরা অনেকেই অনেকবার প্রশ্ন করেছিলাম এই টুপিটি কেন এত প্রিয় এবং এর জবাবে ভূপেনদা অনেক ধরনের রহস্যময় গল্পও শুনিয়েছেন আমাদের। এটি তার রেখে যাওয়া সবচেয়ে মূলবান ও কাছের স্মৃতি। তার জীবনে এই টুপিটি ছাড়া আর কোনো কিছুকেই এত কাছে টানেননি তিনি। তাই এবার এই টুপিটি স্মৃতি হিসেবে রাখা হচ্ছে শঙ্করদেব ও কলাক্ষেত্র জাদুঘরে। যেন ভূপেনদা’র ভক্তরা চাইলেই দেখতে পারেন।’

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন/ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here