মো: ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা

জাতীয় সাংবাদিক সংস্থা পলাশবাড়ী উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে রোববার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক জনতার পলাশবাড়ী প্রতিনিধি নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর বিভাগীয় কমিটির সভাপতি নুরুজ্জামান প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা কমিটির সাধারন সম্পাদক ও বিটিভির জেলা সংবাদদাতা আবেদুর রহমান স্বপন।

সভায় সাংবাদিক সংস্থাকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সাংবাদিক সংস্থার পলাশবাড়ী উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক জনতা প্রতিনিধি নুরুজ্জামান সরকারকে সভাপতি , দৈনিক ভোরের ডাক ও আমাদের সময় প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেলকে সহ-সভাপতি, দৈনিক দিনকাল, আলোকিত গাইবান্ধা ও মুক্তসকাল প্রতিনিধি আমিরুল ইসলামকে সাধারন সম্পাদক, দৈনিক বাংলাদেশ সময় ও বাংলা বুলেটিন প্রতিনিধি ফেরদাউছ মিয়াকে যুগ্ম সাধারন সম্পাদক, দৈনিক চাদনী বাজার ও সমকালীন বার্তা প্রতিনিধি কাজীনজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক প্রথম খবরের প্রতিনিধি ওয়ারেছুর রহমান মন্টুকে কোষাধ্যক্ষ এবং দৈনিক করতোয়া প্রতিনিধি মন্‌জুর কাদির মুকুলকে ১নং সদস্য নির্বাচিত করে  ১১ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থার পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন ও অনুমোদন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here