জাতীয় পার্টির  চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিগত সরকারের সময় কোন প্রকার উন্নয়ন হয়নি, বরং সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। জাতীয় পার্টি ছাড়া কোন সরকারই দেশের উন্নয়ন করেনি। তাই আবারও দেশের উন্নয়নের জন্য লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় এরশাদ আরো বলেন, আমরা ক্ষমতায় গেলে সকল প্রকার দূর্নীতি প্রতিহত করা হবে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ সব কথা বলেন।

তিস্তা লংমার্চ উপলক্ষে তিনি বলেন, তিস্তা জুক্তি না হওয়াতে রংপুর মরুভূমিতে পরিনত হয়েঝে। তাই এ সমস্যা আমাদের একা সমস্যা হয়। এটি জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানে সরকারকে লংমার্চের মাধ্যমে বাধ্য করা হবে।

এ সময় তিনি আরো বলেন, ভারত আমাদের মিত্র দেশ। তারা স্বাধীনতার সময় আমাদের সহযোগীতা করেছে। তাই আশা করি এ চুক্তিতে তাদের পূর্বের সহযোগীতা অব্যাহত থাকবে। জেলা জাতীয় পার্টিও সভাপতি সৈয়দ মুশতাক আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, কালিহাতী উপজেলা চেয়ারম্যান শামসুল হক তালুকদার সানুসহ জেলা ও উপজেলার নেত্ববৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, তাজুল ইসলাম চোধুরী, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এস এম মান্নান এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আরিফ খান, গোলাম মোঃ রাজু,কেন্দ্রীয় নেতা দিদারুল আলম দিদার,আবু সৈয়দ প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here