সাবেক মন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পলাশবাড়ী সাদুল্যাপুর এলাকার সংসদ সদস্য আলহাজ্ব ড.টিআইএম ফজলে রাব্বি চৌধুরী বলেছেন জাতীয় পাটির সরকার এদেশের উন্নয়নের একমাত্র প্রতিক। টেকনাফ থেকে তেতুলিয়া জাতীয় পার্টি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখায় দেশবাসী আজও জাতীয় পাটির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দিয়ে আবারও সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এ জন্য জাতীয় পাটির নেতাকর্মীসহ সকল শ্রেনী-পেশার  মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল সোমবার উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সাব-রেজিষ্টার অফিস চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি জাপা নেতা আমিনুল ইসলাম রানার সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জেলা সাব-রেজিষ্টার সুভাষ চন্দ্র রায় ও উপজেলা সাবরেজিষ্টার মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহামুদুজ্জামান সরকার বাদশা, উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক জাপা নেতা আলহাজ্ব জুলহাস উদ্দীন দুলু,দলিল লেখক আনোয়ার হোসেন, আঃ লতিফ, আসাদুজ্জমান আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়াারম্যান জাপা নেতা আলমগীর মন্ডল,জাপা নেতা তাজুল ইসলাম, নুরুজ্জামান সরকার, শাহীন, যুবনেতা আশফাক আলী  ও রোস্তম আলী, উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ড. রাব্বি উপজেলা দলিল লেখক সমিতির বিরাজমান বিভিন্ন সমস্যা সহ সমিতির অবকাঠামো উন্নয়নের  আশ্বাস প্রদান করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here