বিনোদন ডেস্ক ::
চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। ২৭টি বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এতে যৌথভাবে আজীবন সম্মাননা পান অভিনেতা বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু ও অভিনেত্রী রওশন আরা রোজিনা। কুড়া পক্ষীর শুণ্যে উড়া ও পরাণ চলচ্চিত্রের জন্য যুগ্মভাবে শ্রেষ্ঠ হন মুহাম্মদ আব্দুল কাইউম এবং মো: তমিজ উল আলম।
হৃদিতা চলচ্চিত্রে ঠিকানা বিহীন তোমাকে গানের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হন সঙ্গীত শিল্পী চন্দন
সিন্হা ও অপারেশন সুন্দরবন চলচ্চিত্রে এ মন ভিজে যায় গানের জন্য বাপ্পা মজুমদার। শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হন এই শহরের পথে পথে গানের জন্য আতিয়া আক্তার আনিসা।
চন্দন সিন্হার এটি দ্বিতীয়বারের মতো সঙ্গীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ইতোপূর্বে তিনি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে আমি নিস্ব হয়ে যাবো গানের জন্য ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
পুরস্কার প্রাপ্তিতে এক প্রতিক্রিয়ায় চন্দন সিন্হা ভবিষ্যতে আরো ভালো গান উপহার দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।