নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে ১৬ কেজি কোকেন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের প্রতীক (লোগো) সম্বলিত ব্যাগটি গত সপ্তাহে এই বিশ্ব সংস্থার মেইল রুমে পৌঁছায়।
মেক্সিকো সিটি থেকে জাহাজে পাঠানো ওই ব্যাগের ওপর কারো নাম বা ঠিকানা ছিল না। যুক্তরাষ্ট্রের সিনসিনাটি হয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তরে পৌঁছায় সেটি।
নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউনি বলছেন, ব্যাগটি সহজে পাচার করার জন্যই জাতিসংঘের লোগো বসানো হয়েছিল। কিন্তু ওই লোগোর কারণেই নাম-ঠিকানাহীন ব্যাগটি ‘ভুল করে’ জাতিসংঘে পৌঁছে দেওয়া হয়েছে বলে তাদের ধারণা।
মেইল রুমে সাদা রংয়ের ব্যাগটি স্ক্যান করার সময় জাতিসংঘ প্রতীকের নিম্নমানের ছাপ দেখে সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের। ব্যাগটি খুলে কয়েকটি নোটবুক পাওয়া যায়, যেগুলোর ভেতরটা ফাঁকা করে ভেতরে কোকেন পুরে রাখা হয়েছিল।
জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল গ্রেগরি স্টার সাংবাদিকদের বলেন, আমার ধারণা, এটা মাদক পাচারকারীদের কাজ। তাদের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের ভেতরে কোথাও এগুলো পাচার করা। কিন্তু তাদের পরিকল্পনায় কোথাও ভুল হয়ে গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক