বার্তা পরিবেশক::
বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা সদরে অবস্থিত ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচকে রফিক, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, সদস্য শরিফ আজাদ, রিদুয়ানুর রহমান সোহাগ ও ইমরান আল মাহমুদ।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে উখিয়া সদরের জলিল প্লাজায় অবস্থিত উখিয়া অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আজ ৩ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।