জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ক্ষতিপূরণের দায়ভার দায়ী দেশগুলিকেই বহন করতে হবে। জলবায়ু তহবিল ব্যবস’াপনায় বিশ্বব্যাংকের খবরদারিত্ব বাদ দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। এছাড়াও আঞ্চলিক স্বার্থে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণে সার্কের জোরালো ভূমিকার দাবি করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রবিবার সকালে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা এসব কথা বলেন। ঢাকায় যাওয়া জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস- কিংবা ক্ষতিগ্রস- হওয়ার সম্ভাবনা আছে এমন দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদের বৈঠককে সামনে রেখে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র ও ২২টি সংগঠনের সম্মিলিত নাগরিক মোর্চা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বলেন, উন্নত বিশ্বের অতি ভোগবিলাসের মাধ্যমে যে কার্বণ নিঃসরণ হচ্ছে তার চরম পরিণতি ভোগ করতে হচ্ছে বাংলাদেশসহ সব উপকূলীয় দেশগুলোকে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকাঠামো সনদ অনুসারে বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। আসন্ন ডারবান সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা যেন জোরালোভাবে ক্ষতিপূরণের দাবি উত্থাপন করেন সে ব্যাপারেও বক্তারা জোরালো দাবি ব্যক্ত করেন।
ফারহানা আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে সুপ্র-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সমন্বয়কারী সাইফ উদ্দিন আহমেদ ও সহ-সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, ডরপ এর মো: আমির খসরু, সুবল সরকার, মফিদুল ইসলাম, শিবলী আনোয়ার, হুমায়ুন কবীর হীরু ও মোঃ আলী হাজারী প্রমূখ।

আ হ ম ফয়সল, ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here