গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত একটি সমবায়ী আর্থিক প্রতিষ্ঠানে ঢাকার লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, কামরাঙ্গিরচর, হাতিরপুল, বক্শীবাজার, চঁকবাজার ও এলিফ্যান্ট রোড এলাকায় ‘সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প’ বাস্তবায়নের জন্য সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা সম্পন্ন অভিজ্ঞ/অনভিজ্ঞ কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ করা হবে।
১। ম্যানেজার – ২ জন: স্নাতক/সমমান পাশ। ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২। ফিল্ড অর্গানাইজার- ১০ জন: কমপক্ষে এস.এস.সি/সমমান পাশ হতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।
আগ্রহীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ (দশ) দিনের মধ্যে জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর সহ), দুই কপি ছবি ও অন্যান্য কাগজপত্রসহ চেয়ারম্যান বরাবরে সরাসরি/ডাকযোগে নিম্মোক্ত ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা হলো।
সম্ভাবনা এম.সি.এস. লিমিটেড
৩৪৩, এলিফ্যান্ট রোড (২য় তলা), ঢাকা-১২০৫
(ইষ্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর বিপরীতে এস.এ পরিবহনের গলি)
মোবাইল: ০১৭৪৩৯৩৪১৮১