ডেস্ক রিপোর্ট:: জয়পুরহাটে পৃথক স্থানে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এই পৃথক দুটি ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে সদরের তেঘর এলাকায় মারা যাওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া মহল্লার বাসিন্দা দুর্গা কুণ্ডু (৭০)। পাঁচবিবির বাগজানাতে মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
অপর দিকে জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা কুণ্ডু নামে এক নারী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ট্রেনে কাটা পড়ে মারা যান।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, সকালে একই ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজন মারা গেছেন। একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।