নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে সমান্তরাল ক্লাব ‘এসএসপিএল-২০২৪’ ক্রিকেট লীগের এর চতুর্থ আসর শুরু হয়েছে। গতকাল বিকেলে পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ
এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন বক্তব্য দেন। সমান্তরাল ক্লাবের উপদেষ্টা জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য দেন এসএসপিএল ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন সাহেব।

উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু স্মৃতি সংসদকে ৫উইকেটে হারিয়ে জয় পায় ধুলিয়া ব্রাদার্স।

এসএসপিএল ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন সাহেব জানান, চতুর্থ বারের এই
আসরে আটটি দল অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here