খুশিনদী 

সোহেল মল্লিক

কাল ভোরে ঈদ হবে তাই আমি আজ
পান্জাবি-পাজামার ঠিক করি ভাঁজ
সন্ধ্যায় যাই চলে কল্যাণপুর—-
সস্তায় সার্ট কিনে মন ফুরফুর।
.
বন্ধুর সাথে গিয়ে এলিফ্যান্ট রোড
পঞ্চাশ টাকা করি মোবাইলে লোড
দুইজন একসাথে খেয়ে চানাচুর
ঈদ নিয়ে কথা বলি যাই ছড়াপুর।
.
তারপর যাই আমি নিউমার্কেট
ছোটদের প্যান্ট দেখি, শুনি শুধু রেট
ফিরবার পথে কিনি আব্বার জুতো
তাও সেটি হয়নি যে খুব মন:পূত।
.
যাইহোক, এইভাবে কাটে চাঁদরাত
রাত গেলে ঈদ হবে– ঈদের প্রভাত।
.
সারাদিন ঈদ তাই হাসিখুশি খুব
ঈদ হলো খুশিনদী– দিয়ে আছি ডুব।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here