ইউনাইটেড নিউজ ২৪ ডট কম
শরীয়তপুর
আসাদুজ্জামান জুয়েল, ডামুড্যা থেকে ফিরে, সোমবার শেষবারের মত নিজ জন্মভূমিতে আসবেন এ অঞ্চলের তথা দেশের মানুষের জননেতা আবদুর রাজ্জাক। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক পানি সম্পদ মন্ত্রি আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক এমপি মৃত্যুর খবর শোনার পর থেকে শরীয়তপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। শরীয়তপুর জেলা আওয়ামীলীগ ৭ দিনের শোক কর্মসুচী ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক এমপি’র নিজ নিবাচনী এলাকায় (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে ৭ দিনের শোক কর্মসূচী ঘোষনা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন করেছে। তাঁর প্রিয় জন্মস্থান ও নির্বাচনী এলাকা ডামুড্যা উপজেলা সদরে আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সকল দোকানপাটন বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন মসজিদে ও অনেকে ব্যাক্তিগতভাবে কোরআন খানী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার ডামুড্যায় জানাজা নামাজ শেষে তাঁকে নিয়ে যাওয়া হবে ঢাকায়।
জননেতা আবদুর রাজ্জাকের বাড়ির কেয়ারটেকার আবদুস সাত্তার জানান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক পানি সম্পদ মন্ত্রি আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক এমপির শুক্রবা রাতে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার সংবাদ শোনার পর থেকে শরীয়তপুর জেলার সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদের পর আজ শনিবার থেকে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ ৭ দিনের শোক কর্মসুচি ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক এমপি’র নিজ নিবাচনী এলাকায় ও জন্মস্থান ডামুড্যা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে ৭ দিনের শোক র্কমসূচী ঘোষনা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন করেছে। ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত তাঁর নির্বাচনী এলাকা। তাঁর নির্বাচনী এলাকায় সকল দোকানপাট আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে ও বিভিন্ন কর্মী নিজ নিজ উদ্যোগে কোরআন খানী ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আবদুর রাজ্জাক পঞ্চাশের দশকে ডামুড্যা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে ডামুড্যা মুসলিম পাইলট উচচ বিদ্যালয়ে থেকে ১৯৫৮ সালে মেট্রিক পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন। তিনি ছাত্র জীবন থেকে সক্রিয়ভাবে রাজনীতি করতেন। তিঁনি ৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৪ সালের ছাত্র আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯ সালের গনঅভ্যুথ্যান আন্দোলনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। কেয়ারটেকার আবদুস সাত্তার আক্ষেপ করে বলেন, আর আসবে না জননেতা এই বাড়িতে। হলরুম দেখিয়ে বলেন আর দিক নির্দেশনা দিবেনা নেতা।
ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডামুড্যা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর বাচ্চু ছৈয়াল বলেন, জননেতার মৃত্যুর খবর পাওয়ার পরপরই তাঁর নির্বাচনী এলাকাসহ শরীয়তপুরে কালো ব্যাচ ধারণ, দোকান পাট-যানবাহন-বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, শনিবার পূর্ণদিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জননেতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে ডামুড্যাবাসী একা নয় দেশ একজন অভিভাবকতুল্য নেতা হারালো। আমাদের এ ক্ষতি পূরন হবার নয়।