জনতার ঢল এখন তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর তুরাগ তীরে ছুটছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আখেরি  মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামায়াতের বার্ষিক এ সম্মিলনের প্রথম পর্ব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল শুক্রবার। তিন দিনব্যাপী এশিয়ার সর্ববৃহৎ এ আয়োজনের প্রথম পর্যায় শেষ হওয়ার চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব।

২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। সকালে ইজতেমা ময়াদানে গিয়ে দেখা যায় তা কানায় কানায় পূর্ণ। মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নিয়ে আছেন।

ময়দানে ঠাঁই না পেয়ে আশপাশের বাসা-অফিস-দোকানের ছাদেও মানুষ অবস্থান নিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here