আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এদেশে চোরাগোপ্তা পথে ক্ষমতায় আসা যাবে না। দেশের জনগণ অত্যন্ত সচেতন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভিআইপি লাউঞ্জে শহীদ আসাদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় দেশের মানুষ এখনকার মত সচেতন ছিল না। তিনি জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ।