আ হ ম ফয়সল, ঢাকা

বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থ মেলা আয়োজনের আজ প্রথম শুক্রবার হওয়ায় পাঠকের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্রথমবারের মত মুখরিত হয়ে উঠে বাংলা একাডেমী প্রাঙ্গণ। মেলার তৃতীয় দিনে আজ নতুন বই এসেছে ১৬৯টি। মেলা প্রাঙ্গণে আজও বেশ কয়েকন বরেন্য কবি সাত্যিককে বিভিন্ন স্টলে নিজের লিখা বইতে  অটোগ্রাফ দিতে দেখা গেছে।

ধানমন্ডি ঝিগাতলা থেকে গ্রন’ মেলা দেখতে আসা ছামীন আরহাম জানান, মেলা প্রাঙ্গণ ধুলার কারণে ঘুরে দেখা কস্টকর। এ ছাড়া তিনি আরও অভিযোগ করে বলেন, এখানে খাবার পানির সুব্যবস্থা থাকা প্রয়োজন ছিল।
এছাড়া সকালে গ্রন’মেলা প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে একুশের স্মৃতিচারণ করেন ভাষা-সংগ্রামী আবদুল মতিন, আহমদ রফিক, হালিমা খাতুন এবং রওশন আরা বাচ্চু। স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে হাসান আরিফের পরিচালনায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

আজ মেলায় আসা উল্লেখ যোগ্য কয়েকটি বই হয়েচ্ছ- সুব্রত কুমার দাস’র সেকালের বাংলা সাময়িকপত্রে জাপান, অনুবাদ, বইটি প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী। বাংলার পান’, অগ্নিবীণা এক্সপ্রেস উপন্যাস, মোহিত কামাল’র পৃথিবীতে কে কাহার গল্প, প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। মুহম্মদ জাফর ইকবাল’র কিশোর নাটক সমগ,্র আনিসুল হক’র এ ভালোবাসার কোনো মানে হয় না এবং অন্যান্য প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। আতাউর রহমান কানন’র মেঘের কোলে রোদ উপন্যাস প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশন্স। ফকীর আবদুর রাজ্জাক ও বিমল কর’র দেশ সমাজ রাজনীতি শেখ মনির ভাবনা, সমাজ ও রাজনীতি বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। তানজিম আল ইসলাম’র বিয়ে তালাক ও জীবনের গল্পগুলো প্রবন্ধ বিষয়ক বইটি প্রকাশ করেছে পলল প্রকাশনী। হুমায়ুন আহমেদ’র আমরা কেউ বাসায় নেই উপন্যাস প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। মুনতাসীর মামুন’র শানি- কমিটি ১৯৭১, গবেষণা বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। শেখ দুলাল’র রাঙা আলোর ছবি, ছড়া বইটি প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here