ভারত ও বাংলাদেশের কর্মকর্তারা ছিটমহল বিনিময়ের কোন সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণে একমত হতে পারেন নি৻

একইসাথে, দুদেশের মধ্যে অপরাধী বিনিময়ে প্রস্তাবিত প্রত্যর্পণ চুক্তি কবে হবে তা নিয়েও কোন ঐক্যমত্যে পৌঁছুতে তারা কার্যত ব্যর্থ হয়েছেন৻

দিল্লিতে দুদেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দুদিনের বৈঠক শেষে ভারত ও বাংলাদেশ দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৻

দুদিনের এই বৈঠকে ভারত চেয়েছিল আগামী এক মাসের মধ্যে বন্দী বিনিময় চুক্তি সই হোক৻

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে অত্যন্ত দ্রুত এই চুক্তি সেরে ফেলা সম্ভব নয়৻

“চুক্তির বিষয়টি বাংলাদেশের আইনমন্ত্রণালয়, মন্ত্রি পরিষদ ও সংসদে পাশ হতে হবে৻ তারপরে বিষয়টি প্রথা মাফিক সংসদের স্ট্যান্ডিং কমিটিতেও যেতে পারে৻ সেক্ষেত্রে আরও সময় লাগবে,” বলে সূত্রটি জানায়৻

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের অর্থ, আলফা জঙ্গি অনুপ চেটিয়াকে হাতে পেতে ভারতের বেশ খানিকটা সময় লাগবে৻

ভারত চেয়েছিল যত দ্রুত সম্ভব অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফেরত পাঠাক৻

বর্তমানে আলফার আত্মসমর্পণকারী নেতৃত্বের সঙ্গে ভারতের যে আলাপ-আলোচনা চলছে, অনুপ চেটিয়াকে হাতে পেলে সেই কথাবার্তা এগোতে সুবিধা হতো বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র বলছে৻

ভারত ও বাংলাদেশের মধ্যে, প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সফরের সময়ে যে প্রোটোকল সই হয়েছিলো, সেই ‘ট্রান্সফার অফ সেন্টেন্সড পার্সনস’ – এর আওতাতেও অনুপ চেটিয়াকে ভারতে আনা যাবে না, কারণ বাংলাদেশে মিঃ চেটিয়া মামলা করেছেন৻

সেই মামলার আইনি বাধ্যবাধ্যকতা খতিয়ে দেখতে হবে বলে সূত্রটি জানায়৻

সাংবাদিক বৈঠকে অবশ্য ভারতের স্বরাষ্ট্রসচিব বলেন তাঁরা বন্দী প্রত্যর্পণ চুক্তির খসড়া বিনিময় করেছেন৻ বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব অবশ্য জানিয়েছেন, ‘যতো দ্রুত সম্ভব’ চুক্তি করা হবে৻

ছিটমহল বিনিময়ের বিষয়েও কথাবার্তা বিশেষ এগোয়নি বলে জানা গিয়েছে৻

এর কারণ হিসাবে বলা হয়েছে, ছিটমহল বিষয়ক চুক্তি নিজ নিজ দেশে অনুমোদনের প্রয়োজন রয়েছে, যা সংসদে পাশ করাতে হবে৻ এর জন্যেও বেশ খানিকটা সময় দরকার বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র৻

এরও কোনও ‘ডেডলাইন’ নেই বলেও জানা গিয়েছে৻

তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশের অবস্থানকে এখনো ‘ইতিবাচক’ বলে মনে করছে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here