বাবার সাথে জোৎস্না রাত
-ছালেহা বেগম
তুমি ঐ আকাশের ধ্রুবতারা
দেখাও পথের দিশা,
তোমার আলোয় আলোকিত হয় আমাদের পথ,
হারানো দিক খুজে পাই,
আমরা ঘুচাই সকল অমানিশা।
তোমায় ভাবতে ভালো লাগে সবসময়,
আলো আধারি রাত—-
আকাশ পানে চেয়ে থাকি,
তোমাকে ভেবেই—–
আজও আমি রয়েছি নির্ভয়,
দূর করি সকল সংশয়।
কত জ্যোৎস্না রাত—–
তোমার সাথে কথা বলে-
হেটে পার করেছি অনেকবার।
তোমাকে ভেবেই আজও আমি পাই,
একটা চমৎকার জাগ্রত সকাল।
তোমার হাটাচলা, কথা বলা থেকেই
শিখেছি সকল উদারতা, সহিষ্ণুতা,
জীবনের সকল সেৌজন্য,শিষ্টাচার।
যুগ যুগ ধরে বেচে থাকো তুমি,
অসিম সাগর, আকাশ আর পাহাড় হয়ে,
যাদের রয়েছে বিশাল রত্নভান্ডার।
ধর্ম, বর্ণ, গোত্র ছিল না
কোন ভেদাভেদ তোমার,
বিন্দু থেকে বৃত্ত গড়ার প্রত্যাশায়
তুমি হয়েছো মানুষ গড়ার কারিগর।
তোমার জ্ঞানের আলোর স্নানে,
জগতের সকল অশুভ অনিয়ম-
দূর করো সবকিছু, বয়ে আনো
মাথা উচু করে বাচার সম্মান।
চিন্তা, চেতনায় তুমি ছিলে
সৎ , সহজ, সরল, সাবলীল,
বিধাতা তোমায় সকল গুণ দিয়ে
করেছেন সৃষ্টি———–
তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
“বাবা, তোমাকে হাজার কোটি সালাম।”
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here