আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি :: শুধু ক্যাম্পাস নয়, আগে নিজেকেই ক্লিন হতে হবে। সংগ্রামের মধ্যে ক্লানি-লগ্নে যে সংগঠনটির জন্ম হয়েছিল, সেই সংগঠন আজ স্বাধীনতার ৪২ বছর পর পথ হারা হতে পারে না। ছাত্রলীগ রাজনীতিতে ঐতিহ্য বহন করে।
ছাত্রলীগের মাঝে যে অবর্জনা আছে, ওই অবর্জনা আগে পরিস্কার করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসও পরিস্কার রাখতে। আর সেই দায়িত্ব ছাত্রলীগকে নিতে হবে। মনে রাখতে হবে ছাত্রলীগ হলো ক্যাম্পাসের অতন্দ্র প্রহরী ।
৯০ দশকের ছাত্রলীগ নেতা ও হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু আজ শনিবার স্থানীয় আলিমুদ্দিন ডিগ্রী কলেজে ছাত্রলীগ আয়োজিত ‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ কর্মসুচী’র উদ্ধোধন করতে গিয়ে এ সব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খানঁ, উপজেলা ছাত্রলীগের সম্পাদক উমর ফারুক মানিক, ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার জিহান প্রমুখ।