মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ও তার পিতা আ.লীগ নেতা’র বিরুদ্ধে মৎস্য ঘের জবর-দখলের হুমকির প্রতিবাদে ও জান মালের নিরাপত্তার দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে ভুক্তভোগী তরুন হালদার তার লিখিত সংবাদ সম্মেলনে বলেন, পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয় ও তার পিতা আওয়ামী লীগ নেতা মন্টু সহ ৩০/৪০ গুন্ডা পান্ডা নিয়ে উপজেলার পূর্ব খড়িয়ার ঢেমসাখালী মৌজায় অবস্থিত তার পিতা দীনেশ চন্দ্র হালদারের স্বত্ব দখলীয় মৎস্য লীজ ঘেরে হামলা, বাসা ভাংচুর, ক্ষতি সাধন, ভয়ভীতি সহ এলাকা ছড়ার হুমকির প্রতিবাদে এবং জান মালের নিরাপত্তার দাবীতে তিনি সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি লিখিত আরো জানান, বাংলাদেশ সরকার যখন দেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন এবং বর্তমান সরকার যে সময় দেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের নজীর স্থাপন করে চলেছেন ঠিক সেই সময়ে দলের মধ্যে থাকা তথাকথিত আ.লীগ নেতা ইদ্রিসুর রহমান মন্টু ও তার পুত্র ছাত্রলীগনেতা আরিফ আহম্মেদ জয় আমাদের মত নিরীহ হিন্দু ধর্মের লোকদের জমি ও মৎস্য লীজ ঘের দখল করে বাড়ী ছাড়ার হুমকি দেওয়ার সাহস কোথায় পান?
আদালতের দখল ভিত্তিক স্থীতিঅবসস্থা বজায় রাখার আর্দেশ থাকা সত্বেও তা অমান্য করে দখল বিহীন ৬.৫৩ একর জমি উপজেলার গোলবুনিয়া গ্রামের জগদীশ সরদারের জমি ৩৪ লক্ষ ৩১ হাজার টাকায় কিনে ৬ঘন্টার মধ্যে দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আমার মা-বাবাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। যার ফলে তিনি কি করবেন, কোথায় যাবেন, তা ভেবে দিশেহারা হয়ে সাংবাদিকের দারসস্থ হয়েছেন।
তিনি সাংবাদিকের সাহায্য চেয়ে ক্ষতিগ্রস্থকারি পিতা-পুত্রের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়ে তিনি তার জানমালের নিরাপত্তা রক্ষা সহ সরকারে ভাবমূর্তি রক্ষার্থে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।