ডেস্ক রিপোর্ট::  ইউরোপের ছয় দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে চীন। আগামী মার্চ মাস থেকে ওই ছয় দেশকে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা দেবে বেইজিং। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নাগরিকদের ভিসা-মুক্ত ভ্রমণের প্রস্তাব দেবে চীন।

বৃহস্পতিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ওয়াং ই। তিনি বলেছেন, ইউরোপের ছয় দেশের জন্য চালু করা এই প্রবেশ সুবিধা আগামী ১৪ মার্চ থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ‌‌‌‘‘চীন পাইলট ভিত্তিতে আগামী ১৪ মার্চ থেকে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করবে।’’

সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা গত জানুয়ারিতে ঘোষণা দিয়েছিল চীন। ওই সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উভয় দেশ সফর করেন। চীনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় ইউরোপের ওই ছয় দেশকে সর্বশেষ যুক্ত করা হয়েছে।

ওয়াং ই বলেছেন, ‘‘আমরা আশা করি আরও অনেক দেশ চীনা নাগরিকদের জন্যও ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করবে। পাশাপাশি আন্তঃসীমান্ত ভ্রমণের জন্য দ্রুত ট্র্যাক নেটওয়ার্ক তৈরি ও পুনরায় আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট দ্রুত চালু করতে আমাদের সাথে কাজ করবে।’’

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও পর্যটন খাতকে পুনরায় ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে বিদেশি পর্যটক টানার চেষ্টা করছে চীন। এর অংশ হিসেবে সম্প্রতি বিশ্বের নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের চীন ভ্রমণ সহজ করার পদক্ষেপ নিয়েছে বেইজিং।

গত জানুয়ারিতে একে অপরের নাগরিকদের জন্য পর্যটন ভিসার প্রয়োজনীয়তা স্থায়ীভাবে বাতিল করে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে চীন। এ ছাড়া গত বছরের নভেম্বরে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার পর্যটকদের জন্য ১৫ দিনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করে দেশটি। যদিও ওই সময় পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে এটি করা হয়েছিল।

সূত্র: সিএনএন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here