রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি ::

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই। কিন্তু এই চোরদের দ্বারা নির্বাচন আর করিয়েন না। তিনি আজ সকালে ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে অনেক উন্নয়ন হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, যা ওদের রক্তের সাথে মিশে গেছে ।

তিনি আরো বলেন, ১শ’ টাকার জিনিস ২-৩ শ’ টাকায় তৈরি করতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here