
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ডানহাতের কনিষ্ঠায় আঘাতটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ‘সুপারম্যানের’ মতো উড়ে শোয়েব মালিকের ক্যাচ ধরতে গিয়ে। সঙ্গে বলের আঘাতে উরুতে রক্ত জমাট হয়ে আছে।
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বাঁ হাতের কনিষ্ঠায় ইনফেকশন পুরোপুরি ভালো হয়নি এখনও। সেটির উন্নতি হলে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত হবে। তামিম ইকবালের হাতের চোটের পুনবার্সন চলছে। পাঁজরের ব্যথা নিয়ে বিশ্রামে আছেন মুশফিকুর রহিম।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল চার সিনিয়র ক্রিকেটারের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন সাংবাদিকদের। মিরপুর স্টেডিয়ামে তিনি বলেছেন, দুই সপ্তাহের মধ্যেই খেলার অবস্থায় ফিরবেন মাশরাফি। ইনফেকশন সেরে গেলে অস্ত্রোপচারের বিষয়ে মতামত নিতে আগামী শুক্রবারই অস্ট্রেলিয়া যাবেন সাকিব। সবকিছু ঠিক চললে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ক্রিকেটীয় কার্যক্রম শুরু করতে পারবেন তামিম। এক সপ্তাহ পর পর্যবেক্ষণ করা হবে মুশফিকের অবস্থা।
মাশরাফির চোট সম্পর্কে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘কনিষ্ঠ আঙুলের আঘাতটা একটু গুরুতর। এই ধরনের ইনজুরি সারতে সপ্তাহ তিনেকের মতো সময় লাগে। এর মধ্যে কিছুটা সময় চলে গেছে। আমরা আশা করি আর দুই সপ্তাহের মধ্যে খেলার মতো অবস্থায় ফিরে আসবে মাশরাফি।’
ওয়ানডে অধিনায়কের উরুর ব্যাথাটা কতটা গুরুতর তা আজকালের মধ্যেই নিশ্চিত হতে পারবে বিসিবির মেডিক্যাল বিভাগ। বলা হচ্ছে, মাশরাফির পায়ে টিউমারও আছে। বিসিবির এই শল্যবিদ বলেছেন, আসলে বলের আঘাতে রক্ত জমাট বেঁধে গেছে। যা নিশ্চিত হবে আজ স্ক্যান করা হবে। তারপরই ঠিক হবে পরবর্তী করণীয়।
ইংল্যান্ডের এক সার্জনের পরামর্শ অনুযায়ী চলছে তামিমের পুনবার্সন। দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘২০ বা ২৫ তারিখের দিকে তামিমের অবস্থা আমরা আবারো পর্যবেক্ষণ করবো। তখন যদি দেখা যায় তার অবস্থা ভালোর দিকে, তখন হয়তো ক্রিকেট কার্যক্রম শুরু করবো। তবে উন্নতি আশানুরূপ না হলেও আমাদের আবারো রিভিউ করতে হবে।’
সাকিবের আঙুলের ইনফেকশন সারাতে চলছে এন্টিবায়োটিক চিকিৎসা। সেটির উন্নতি হলে অস্ত্রোপচারসহ সার্বিক বিষয়ে মতামত নিতে শুক্রবার অস্ট্রেলিয়া যেতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হ্যান্ড সার্জন গ্রেগ হয় এর অধীনে হবে অস্ত্রোপচার। বিসিবির প্রধান এই চিকিৎসক বলেছেন, ‘আমরা একটা রিভিউর জন্য সাকিবকে পাঠাচ্ছি। তার (গ্রেগ হয়) সঙ্গে যোগাযোগ সাপেক্ষে শুক্রবার হয়তো সাকিব অস্ট্রেলিয়াতে যাবে। আমরা ওর অপারেশন করবো অবশ্যই। তবে সেটা গ্রেগের পরামর্শ অনুযায়ী।’
এক সপ্তাহের মধ্যেই মুশফিক অনুশীলন শুরু করবেন আশা দেবাশীষ চৌধুরীর। তিনি বলেন, ‘আপাতত তাকে বিশ্রামে রাখা হয়েছে। এক সপ্তাহ পরে আমরা ওকে পর্যবেক্ষণ করবো। যদি এতে কোনো সমস্যা পাওয়া না যায়, তাহলে হয়তো ও অনুশীলন শুরু করতে পারবে।’