বাংলাদেশের কারাগারে নিরাপত্তা হেফাজতে থাকা ভারতের উগ্রবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে আবারও হস্তান্তরের দাবি জানিয়েছে নয়া দিল্লি। একটি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা টিএনএন এ খবর প্রকাশ করেছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ঢাকায় দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠকে এ দাবি জানানো হয়েছে। দ্বিপাক্ষিক বন্দী বিনিময় চুক্তির ক্ষেত্র প্রস্তুত করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। গত নভেম্বরে এ চুক্তির বিষয়ে বাংলাদেশকে প্রস্তাব দেয় ভারত।

সূত্রটি জানায়, অনুপ চেটিয়াকে হস্তান্তরের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে ঢাকা। মোসলেউদ্দিন ভারতের কোথাও লুকিয়ে আছেন বলে ধারণা করছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের ফলাফল সম্পর্কে সূত্রটি জানায়, অনুপ চেটিয়াকে দিল্লির কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে ঢাকা। অপরদিকে শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত পলাতক খুনি রিসালদার মোসলেউদ্দিনকে ধরার ব্যাপারে লাল নোটিশ জারি করতে সম্মত হয়েছে ভারত।

১৯৯৭ সালে দুই সহযোগীসহ বাংলাদেশে গ্রেপ্তার হন অনুপ চেটিয়া। ২০০৫ সালের জানুয়ারিতে তাঁর কারাদণ্ডের মেয়াদ শেষ হয়। বর্তমানে তিনি বাংলাদেশের কারাগারে নিরাপত্তা হেফাজতে আছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তাদের মাধ্যমে তিনি তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here