মহান মুক্তিযোদ্ধা সময়ে আট জন মুক্তিযোদ্ধা শহীন হন। তদের স্মৃতি ধরে রাখতে এই বিজয়ের মাসে আট শহীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। বিজয়ের মাসে এই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজকরা নতুন ফুটবল মুখের সন্ধান খুজে পাবে। এই ফুটবলাররা দেশ ও জাতির হয়ে নেতৃত্ব দেবে বিশ্ব দরবারে।

চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা ষ্টেডিয়াম মাঠে অণুষ্ঠিত এ ফুটবল টুনামেন্টের উদ্বোধনী অণুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর,চুয়াডাঙ্গা জেলা প্রসাশক ভোলানাথ দে,চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার এস এম নাজমূল হক,দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ,চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদার টোটন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী ।এই ফুটবল টুর্নামেন্টে ১২টি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্ট লীগ ও নকআউট পদ্ধতিতে বাফুফে আইন অনুযায়ী খেলা পরিচালিত হবে। উদ্বোধনী খেলায় টাউন ক্লাব খুলনা বনাম ঈশ্বরদী একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here