চুয়াডাঙ্গা আমলডাঙ্গার মুন্সিগঞ্জের অপহৃত কাপড় ব্যবসায়ী টুটুলকে আপরহণকারীর কবল থেকে বুধবার মুক্ত হয়ে বাড়ী ফিরেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত করর্মকর্তা  ( ওসি ) মতিয়ার রহমান  জানান  মঙ্গলবার রাত ১২ টার দিকে এক দল অস্ত্রধারী সন্ত্রাসী পুটিমারী গ্রামের টুটুল খন্দকারের বাড়ীত্ত্রে হামলা চালায় । প্রথমে তারা কাপড় ব্যবসায়ী টুটুলকে অপহণ করে চোখ বেধে বাড়ী থেকে বাড়ীর পাশের মাঠের মধ্যে নিয়ে যায় ।  এর পর টুটুলের বাড়ীর অন্যান্য সদস্যদেকে  অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের সকল মালাল ও গহনা এবং নগত কিছূ টাকা  টুটুলকে অস্ত্রের মুখে অপহণ করে নিয়ে যায়। যাবার সময় টুটুলের পরিবারের কাছে ১৫ লাখ টাকার মুক্তিপণ দাবী করে যায়।

পুলিশ আরো জানান টুটুল অপহরনের রাত থেকেই গোটা আলমডাঙ্গা উপজেলার সম্ভাব্য এলাকায় ব্যাপকহারে চিরুনি অভিযান চালানোর হয় এর ফলে  টুটুলের কাছে  কোন প্রকার মুক্তিপণ ছাড়ায় অপহরণকারীরা তাকে  ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা রজু হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here