চুয়াডাঙ্গার বেগমপুরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে আবু বকর (৩) নামে এক শিশু মারা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বেগমপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার আলী জানান, বুধবার সকাল ৯ টার দিকে বেগমপুর গ্রামের রানা আহমেদের শিশু ছেলে আবু বকর (৩) বাড়ির পাশের রাস্তায় হাঁটছিল।

এ সময় একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here