যৌতুকের টাকা না পেয়ে চুয়াডাঙ্গায় সখি সোনা ওরফে বুড়ি (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী। শনিবার বিকালে জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দূর্গাপুর গ্রামের আফসার আলীর মেয়ে সখি সোনার সাথে ১০ বছর আগে বিয়ে হয় একই উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্দুল খালেকের।
নিহতের মামা মোহাম্মদ আলীর অভিযোগ,বিয়ের পর থেকেই যৌতুকের কারণে জামাই খালেক সোনামনিকে নির্যাতন করতো।
প্রতিবেশী রেবেকা খাতুন নামে এক গৃহবধূ জানান, শুক্রবার রাতে হঠাৎ করে সোনা মনির চিৎকার চেচামেচি শুনতে পাই। সকালে উঠে জানতে পারি সোনা মনি গলায় দিয়ে আত্মহত্যা করেছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান জানান, যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার ভোর রাতে স্বামী আব্দুল খালেক তার স্ত্রী সখিসোনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে স্বামী আব্দুল খালেক। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে,ঘাতক স্বামী খালেক পলাতক রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা