চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ একাডেমী মোড়ে অভিযান চালিয়ে বিজ্ঞানী কাজে ব্যবহৃত ভারতীয় কেমিক্যালসহ একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার আড়ুয়া পাড়ার সানোয়ার হোসেনর ছেলে শের আলী (৩৮)।

চুয়াডাঙ্গা থানার এস আই খায়ের ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, রবিবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে ব্যাগসহ এই ব্যক্তি দেখে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। তার সাথে থাকা ব্যাগটি তল্লাসী করে বিভিন্ন বিজ্ঞানী কাজে ব্যবহৃত ভারতীয় ৩০ কৌটা পটাসিয়াম সিটাইল ও পিউরিডিনিওম উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে তিনি আরো জানায়, প্রথমে এইগুলো জানতে না পারায় একটি স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষকের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, এগুলো বিভিন্ন গবেষণা কাজে ব্যবহৃত হয়।

এদিকে গ্রেফতারকৃত শের আলী ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, রবিবার চুয়াডাঙ্গা দামুড়হুদার ডুগডুগি বাজারের ইমাদুল কেমিক্যাল গুলো ভারতে থেকে পাচার কারে আমার কাছে বিক্রি করে। আমি এগুলো ঢাকার বিক্রি করে থাকি। তবে, কি কাজে ব্যবহার করা হয় তা আমার জানা নেই।

পুলিশ উদ্ধারকৃত কেমিক্যালের বাজার মূল্যে তাৎক্ষণিক ভাবে জানাতে পারিনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here