চুয়াডাঙ্গায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ২৫২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে। সোমবার দুপুরে জেলার জীবননগর উপজেলা বেনীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা নবদূর্গাপুর গ্রামের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলের এই চালানটি আটক করে। তবে,এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানিয়েছে,গোপন সংবাদে খবর পেয়ে বিজিবির বেনীপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা দুপুরে নবদূর্গাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক চোরাচালানীরা বিজিবির সদস্যদের দেখে ফেনসিডিলের্র বস্তা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা বলে বেনীপুর বিজিবি ফাঁড়ির হাবিলদার জালাল উদ্দিন জানিয়েছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা