চুয়াডাঙ্গা পুলিশ শুক্রবার বেলা ৩ টার দিকে বিষেশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ বাজার থেকে ৪টি হত্যা ,চাঁদাবাজী , ডাকাতিসহ ৬টি মামলার পলাতক আসামী পূববাংলার কমিউনিষ্ট পার্টির সদস্য রবিউল (৪০) কে আটক করে। রবিউল সদর উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত ইনতাজের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই জিয়া জানান শুক্রবার বেলা অনুমান ৩টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির সদস্য রবিউলকে আটক করা হয়।
রবিউলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ১৯৯৩ ও ৯৯ এবং ২০০৩ সালের ৪টি হত্যা , ১টি ডাকাতি ও ১টি চাঁদাবাজী মামলা রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা