চুয়াডাঙ্গায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, পাইপগান ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১ টার দিকে দামুড়হুদা পুড়োপাড়ার কবরস’ানে থেকে বিদেশি একটি পিস-ল ও দু রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
এছাড়া একইরাত ১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টহলদল নূরনগর কলোনীর আব্দুর রহিমের দোকানের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শাটারগান উদ্ধার করেছে।
অপরদিকে, আলমডাঙ্গা থানা পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে খাসকররা গ্রামের ক্যানেলের পাড় থেকে এক সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জানায়, একটি চক্র নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যেই অস্ত্র, গুলিগুলো রাখা হয়েছিলো।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা