চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা হায়দার (৫০) নামে একব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

হায়দার শিবনগর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আসাদুজ্জামান মুন্সী জানান, হায়দার শিবনগরের চাঞ্চল্যকর গফুর হত্যাকান্ডের আসামী ছিল সে সমপ্রতি জেল থেকে বেড়িয়ে চাষাবাদ করে স্বাভাবিক জীবনযাপন করে আসছিলো। হায়দার বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরিনি। সকালে কৃষকরা তার জবাই করা মৃত দেহ শিবনগর বেকরি মাঠে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ হায়দারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। এব্যাপারে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা রজু করনা হয়েছে তবে এ হত্যার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কৌশলে ডেকে নিয়ে খুন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here