চুয়াডাঙ্গা র্যাব-৬ চুয়াডাঙ্গার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সাটার গান ও গুলিসহ সন্ত্রাসী এবাদুল মন্ডল (৩৬) কে আটক করেছে।
আটককৃত এবাদুল বাঘাডাঙ্গা গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডর ক্যাপ্টেন হাসানুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত তিনটার দিকে চুয়াডাঙ্গার পার্শ্ববর্তি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত শাহাদত মন্ডলের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় শাহাদতের ছেলে এবাদতের দেহ তল্লাশী করে তার কাছে থেকে ১টি দেশী তৈরী সাটার গান, ১টি পিস-লের ম্যাগজিন, ১টি পিস-ল ও ১টি রাইফেলের গুলি পাওয়া যায়। এবাদত সন্ত্রাশী গ্রুপের একজন স্বক্রিয় সদস্য।
আটককৃত এবাদতের বিরুদ্ধে মহেশপুর থানায় অস্ত্র,খুনসহ বেস কয়েকটি মামলা রয়েছে।
এবাদতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা