untitled-1অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছন্দ তুলুক সংস্কৃতি চর্চা-বিনাশ হবেই সাম্প্রদায়িকতা স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক উৎসব-২০১৬। সপ্তাহব্যাপি অনুষ্ঠান চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- আলোচনাসভা, পুরস্কার বিতরণ, নাটক, দেশাত্মবোধক গান, হারানো দিনের গান, লালনগীতির অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, লোকসঙ্গীত অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান। চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এছাড়াও উৎসবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন নাট্যগোষ্ঠির নাটক এবং গান-নাচ বিনামূল্যে দর্শকরা দেখতে পাবেন।

উদ্বোধনী দিনে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দান ছেলুন এমপি, আলী আজগার টগর এমপি, জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী উপস্থিত থাকবেন।

এছাড়া উৎসবের অন্যান্য দিনে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।
untitled-2
অরিন্দম সাংস্কৃতিক উৎসব-২০১৬ সপ্তাহব্যাপি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে কাজ করছে দেশের সক্রিয় নিউজ পোর্টাল ইউনাইটেড নিউজ ২৪.কম.। অনুষ্ঠানের প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে ইউনাইটেড নিউজের সাথে থাকুন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here