চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের পুরাতন হরি ঠাকুরের মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার মধ্যরাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মন্দিরের ঢুকে মূর্তিটি ভেঙ্গে ফেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মতিয়ার রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের পুরাতন একটি মন্দিরে রাখা হরি ঠাকুরের একটি মূর্তিকে বা কাহারা সেটা গভীর রাতে ভাঙচুর করেছে। কয়েক যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই মন্দিরেই পূজাসহ তাদের বিভিন্ন অনুষ্ঠানাদি করে আসছেন। পরে সকালে ভক্তরা মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের হরি ঠাকুরের মূর্ত্তিটি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান হুমায়ন কবিরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাষ দিয়েছেন মন্দির কমিটির সদস্যদেরকে ।

আলমডাঙ্গা থানায় মন্দির কমিটির সভাপতি সুমির কুন্ডু বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেছেন। যার মামলা (নং ২১-৩০-১১-২০১১)।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here