ইয়ানূর রহমান,যশোর প্রতিনিধি ::

যশোরে জেলা ডিবি পুলিশের অভিযানে ৬টি চোরাই ইজিবাইক ও ১টি প্রাইভেটকারসহ চোর ও ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক হয়েছে। আটককৃতরা যশোর সদরের রামনগর ধোপাপাড়ার ইমান আলী সরদারের ছেলে রায়হান ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উলা সরদারপাড়ার সাহিদুল সরদারের ছেলে সাদ্দাম সরদার । মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, যশোর শহর ও আশপাশ এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল তদন্তে নামে। গত এক মাসে ৪ জন ইজিবাইক চোর চক্রের সদস্য
গ্রেফতার ও চোরাই ইজিবাইকসহ চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। তারই ধারাবাহিকতায় ১৩ মার্চ বিকেলে শহরের নিউ মার্কেট এলাকা থেকে রায়হান নামের একজন ইজিবাইক চোর চক্রের সদস্যকে আটক করে তার স্বীকারোক্তি মতে
চাঁদপাড়া সাকিনে অভিযান চালিয়ে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার ও সিতারামপুর থেকে ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

পরবর্তীতে খুলনার ডুমুরিয়া থানার উলা গ্রামে অভিযান পরিচালনা করে সাদ্দাম নামের আরেক সদস্যকে আটক করা হয় এসময়
আরো ৫টি চোরাই ইজিবাইকসহ আলামত জব্দ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here