হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় নলুয়া চা বাগানের দুলকি বিল থেকে ইউপি সদস্য সোনাই মিয়ার (৪০) লাশটি উদ্ধার করা হয়। নিহত সোনাই মিয়া উপজেলার ইকরতলী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

তিনি গাজীপুর ইউপি’র ৮নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাত ১০টায় স্থানীয় সাদ্দাম বাজারে নিজের ধান-চালের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সোনাই মিয়া। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে রোববার দুপুরে দুলকি বিলে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তার মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here