ইউনাইটেড নিউজ ডেস্ক :: চীনে একশোর বেশি ভিয়েতনামী নববধূ নিখোঁজ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হিবেই প্রদেশে এই ঘটনা ঘটে।
ঘটকের মাধ্যমে ভিয়েতনাম থেকে আসা এই নারীদের সাথে হানদান এলাকার পুরুষদের বিয়ে হয়। এতদিন তারা ওই গ্রামেই সংসার করছিলেন। কিন্তু নভেম্বর মাস থেকে তারা সবাই একসাথে নিখোঁজ হন।
বিয়ের ঘটকালি করেছিলেন যে মহিলা তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবরে প্রকাশ করা হয়। চীনে বিয়ের পাত্রী খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই দরিদ্র পুরুষরা প্রায়ই দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মেয়েদের বিয়ে করেন।
খবরে স্থানীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই গণ নিখোঁজের ঘটনার সঙ্গে কোন চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।