কক্সবাজারের শহরের কলীতলী হোটেল বে ভিউ থেকে ইয়াবাসহ ইন্টারন্যাশনাল এমিউজম্যান্ট ক্লাবের চেয়ারম্যান জি এম সরোয়ার, কাজী জামালসহ সিলভিয়া আটকের ঘটনার ইয়াবা মামলায় চিত্রনায়িকা সিলভিয়া আজমী ওরফে চাঁদনী জামিন লাভ করেছেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোক্তার আহাম্মদ বুধবার বিকালে সিলভিয়ার জামিন মঞ্জুর করেন।

তবে জামিন হলেও সিলভিয়া এখনও মুক্তি পায়নি। কারাগারে জামিননামা পৌঁছানোর পর  বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জেলার মুজিবুর রহমান। সিলভিয়া জামিনে মুক্তি দেওয়া হলেও তার সঙ্গে আটককৃত ৩ সঙ্গীকে জামিন না দেওয়ায় এখনো জেল হাজতে রয়েছে।

সিলভিয়া পক্ষের আইনজীবী ছিলেন  জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট একে আহমদ হোসেন এবং সাবেক এপিপি এডভোকেট হারুনুর রশিদ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল বে-ভিউ থেকে তিন সঙ্গী কক্সবাজার ইন্টারন্যাশনাল এমিউজিমেন্ট ক্লাবের চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক জিএম সরোয়ার (৫২),  ঢাকা যাত্রাবাড়ীর ৬০/৩ মানিকনগর ওয়াসা রোডের মৃত কাজী আবদুর রহিমের পুত্র কাজী জামাল (৫০), ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের মৃত ওয়াজেদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৫৪)সহ সিলভিয়া র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে র‌্যাব -৭ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কালাম আজাদ/ কক্সবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here