ডেস্ক রিপোর্ট::  ‘জওয়ান’ঝড়ে কাঁপছে বলিউড। দর্শকদের মুখে ঘুরছে এ সিনেমার একটি সংলাপ— ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কারো’। বাংলার অনুবাদ করলে দাঁড়ায়— ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বলো’।

সিনেমা মুক্তির আগেই শাহরুখ খানের মুখে এ সংলাপ শুনে তৈরি হয়েছিল জল্পনা। ২০২১ সালে মুম্বাই মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পরে কখনও তা নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি শাহরুখ। তবে কি নিজের সিনেমার মাধ্যমেই বিশেষ কাউকে বার্তা দিতে চাইছেন বলিউডের বাদশা?
কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। সেই জল্পনা আরও জোরালো হয়েছিল ‘জওয়ান’-এর সাম্প্রতিকতম প্রোমোয়। এ বার সেই সংলাপের নেপথ্যের গল্প শোনালেন সিনেমার সংলাপ লেখক সুমিত অরোরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমিত জানান, প্রাথমিকভাবে নাকি চিত্রনাট্যে ছিল না ওই সংলাপ। সিনেমার ওই বিশেষ দৃশ্যের শুটিংয়ের দিনেই নাকি হঠাৎ করে সংলাপের ভাবনা মাথায় আসে। সুমিত বলেন, এই জন্যই সিনেমা বানানোর প্রক্রিয়াটা এত আকর্ষণীয়। যখন ওই দৃশ্যের শুটিং হচ্ছে, তখনই আমাদের সবার মনে হয়েছিল, ওখানে শাহরুখের মুখে কিছু একটা জোরদার সংলাপ থাকা উচিত। আমাকে যখন ওই দৃশ্যের শুটিংয়ের সময় সেটে ডাকা হয়, তখন খুব সহজভাবে আমার মাথায় এই সংলাপটাই এসেছিল।

গত ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’। ইতোমধ্যেই বিশ্বজোড়া বক্স অফিসে ৬৫০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি পরিচালিত এই সিনেমা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here