চিকিৎসকদের সপ্তাহে একবার তার নিজের গ্রামে গিয়ে দু:স্থদের সেবা দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাওয়ে ল্যাব এইড কার্ডিয়াক হসপিটালের আয়োজনে কার্ডিওলজি বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার মেডিকেল কলেজ, নাসিং ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়েছে। গ্রামে প্রতি ৬হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্খাপন করা হয়েছে। এরইমধ্যে ১১হাজার ক্লিনিক চালু করা হয়েছে। আরো ৭ হাজার স্থাপন করা হবে। ক্লিনিকগুলোতে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্বাস্থ্যকর্মী এবং বিশেষজ্হ চিকিৎসকদের সুবিধা রাখা হচ্ছে।

ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা: এম মোদাচ্ছের আলী এবং  স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) ডা: মো: মুজিবুর রহমান ফকির।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here