চায়ের চুমুকে অনুষ্ঠানের অতিথি: মিজানুর রহমান বেলাল

স্টাফ রিপোর্টার :: এটিএন বাংলা টিভি চ্যানেলের সকালের অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। এই অনুষ্ঠানে এবারে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন এ সময়ের জনপ্রিয় কবি ও নাট্যকার-মিজানুর রহমান বেলাল।

তাঁর কবিতা ও টিভি নাটক লেখালেখি নিয়ে আলাচারিতার মধ্য দিয়ে- অনেক কথা উঠে এসেছে। তাঁর শৈশব, বেড়ে ওঠা, লেখালেখি, খ্যাতির বিড়ম্বনা, সামনের ব্যস্ততা সহ নানান খোলামেলা কথা বলেছেন-কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল।

উল্লেখ, কবির ১১টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১২টি টিভি নাটক ও টেলিফিল্ম বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়ে প্রসংশিত হয়েছেন। এছাড়াও অনেক টিভি নাটক, টেলিফিল্ম, সিনেমা নির্মাধীণ অবস্থায় আছে। কবির জন্ম, নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। তিনি, কালি ও কলম পুরস্কার সহ অনেক পুরস্কার পেয়েছেন। কবি ও নাট্যকার-মিজানুর রহমান বেলাল পেশায় প্রকৌশলী।

শম্পা রেজার প্রযোজনায় ‘চায়ের চুমুক ‘ অনুষ্ঠানটি আগামী ১২ জুলাই, শুক্রবার সকাল ৭:৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here