ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি গুগল চালু করতে যাচ্ছে নতুন প্রজেক্ট ‘আরা’। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির অনলাইনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রজেক্ট ‘আরা’র স্লোগান হচ্ছে, ‘বিল্ড ইওর ওন ফোন’ অর্থাৎ আপনার ফোন আপনি নিজেই তৈরি করুন। গুগলের মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘মটোরলা’ এক বছরেরও বেশি সময় ধরে চেষ্টার পর এ প্রজেক্ট সফল করতে পেরেছ।
এ প্রজেক্টের আওতায় ফোন ক্রেতারা বাজার থেকে ফোন তৈরির সামগ্রী কিনে বাড়িতে বসে নিজের ফোন নিজেই তৈরি করে নিতে পারবেন। এজন্য ফোন ক্রেতা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন তিনি কোন ধরনের ফোন তৈরি করবেন, সেটা কতো খরচের মধ্যে হবে ও তার মান কেমন হবে।