স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মফস্বল সাংবাদিকতার পথিকৃত মোনাজাতউদ্দিন। তিনি ছিলেন একজন আপাদমস্তক সাংবাদিক। মূলত তার আগ্রহের জায়গা ছিল অনুসন্ধানী সংবাদ এবং তার ফলোআপ । ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি ফেরি থেকে পড়ে গিয়ে মৃত্যবরণ করেন।
মোনাজাতউদ্দিনের ১৮ তম মৃত্যবার্ষিকীতে চ্যানেল ২৪ আয়োজন করেছে তথ্যচিত্র, পথ থেকে পথে।
মোনাজাতউদ্দিনের স্মৃতিচারণ করেছেন তার সহকর্মী মনজুরুল আহসান বুলবুল, মাসুদ কামাল, রেজোয়ানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান ও মোনাজাতউদ্দিনের পরিবারের সদস্যরা।
আশিকুর রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৯ ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে।