বেসরকারিখাতে তিনটি কয়লাভিত্তিক ও একটি সৌরশক্তি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার।

এসব কেন্দ্র থেকে এগারশ’ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানানো হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবির আলমগীর কবীর বলেছেন তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি থেকে প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে।

”এটি হবে বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,” একথা জানিয়ে মিঃ কবীর আরো বলেছেন এই প্রকল্পটি হচ্ছে ঢাকার কাছে মুন্সিগঞ্জে।

তিনি আরো বলেছেন কয়লাভিত্তিক অন্য দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে প্রতিটি কেন্দ্র থেকে ২৮৩ মেগাওয়াট করে।

এই দুটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি তৈরি করা হবে খুলনার মংলায় এবং অন্যটি চট্টগ্রামে।

এছাড়াও সৌরশক্তি চালিত ১৮ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি হয়েছে যেটি হবে ময়মনসিংহের ফুলপুরে।

চুক্তিটি হয়েছে ওরিয়ন গ্রুপের সঙ্গে।

আলমগীর কবীর বিবিসি বাংলাকে আরো জানিয়েছেন বিদেশ থেকে আমদানি করা কয়লা ব্যবহার করে এই কেন্দ্রগুলিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

”সরকারের পরিকল্পনা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাকে মূল জ্বালানি হিসাবে ব্যবহার করা।”

মিঃ কবীর জানিয়েছেন মুন্সিগঞ্জে বড় বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার জন্য সময় নির্ধারণ করা হয়েছে চুক্তি স্বাক্ষরের পর প্রায় চার বছর।

আর ছোট দুটি কয়লাভিত্তিক কেন্দ্রকে উৎপাদনক্ষম করতে সময় লাগবে প্রায় তিন বছর বলে জানিয়েছেন আলমগীর কবীর।

তিনি আরো বলেছেন সরকার উৎপাদিত এই বিদ্যুৎ বাজার দরে কিনবে।

বাংলাদেশে বর্তমানে প্রায় দু হাজার মেগাওয়াটের মত বিদ্যুৎ ঘাটতি রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here